ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে কালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রংপুরে কালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: গুনী শিক্ষককে সম্মাননা প্রদান, কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে রংপুরে কালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।



দিবসটি  উপলক্ষে আলোচনা সভা ও এবং শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।

অনুষ্ঠানে রংপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবার রহমানকে সম্মাননা দেওয়া হয়েছে। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি করপোরেশনের মেয়র।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়য়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও কালের কণ্ঠের রংপুর ব্যুরো প্রধান তাবিউর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ‘রংপুরের উন্নয়নে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে তাদেরকে আরো ভূমিকা রাখতে হবে। ’

কালের কণ্ঠের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘অল্প সময়েই পত্রিকাটি পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আশা করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার মাধ্যমে পত্রিকাটি তার সুনাম অক্ষুন্ন রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠ পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

আলোচনা সভায় অন্যদের ম‍াঝে বক্তব্য রাখেন- কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপন চৌধুরী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের সিদ্দিকুর রহমান, এনটিভির মঈনুল হক, বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম এর শাহাজাদা মিয়া আজাদ, সমকালের ইকবাল হোসেন, চ্যানেল আইয়ের মেরিনা লাভলী, ভোরের কাগজের হাসান গোর্কি, কালের কণ্ঠের বদরগঞ্জ প্রতিনিধি ছাইদুল হক সাথী, যায়যায়দিনের আবেদুল হাফিজ, যুগের আলোর নজরুল মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, শুভসংঘ বেগম রোকেয়া বিশ্বববিদ্যালয় শাখার সভাপতি ইনমানুয়েল মুরমু জ্যাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কালের কণ্ঠের বিজ্ঞাপন এক্সিকিউটিভ আরমান হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।