ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
দেবিদ্বারে ছেলের হাতে বাবা খুন

কুমিল্লা: কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা এলাকার মরিচাকান্দা গ্রামের চক্রাকান্দি পাড়ায় বাবা নিহত ইউনুস মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছেলে সোহেল (২৫)।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, নিহত ইউনুস মিয়া (৫০) দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা গ্রামের চক্রাকান্দি পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত আয়েত আলী। তিনি মরিচাকান্দা গ্রামের মসজিদ মার্কেটে সৌরভী ডেকোরেটরের মালিক। আর ঘাতক ছেলের নাম সোহেল (২৫)। সোহেল ইউনুস মিয়ার পাঁচ ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান।

স্থানীয়রা জানান, বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে সোহেল দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে ইউনুস মারা যান।

ঘটনার পর ঘাতক ছেলে সোহেল পলাতক রয়েছে। জানা যায়, বখাটে সোহেল বছর খানেক আগেও ওই গ্রামের একজনকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেজা মো. সারোয়ার আকবর বাংলানিউজকে বলেন, প্রথমে গুরুত্বর আহত ইউনুস মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ থানায় আনা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।