ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে অবরোধের সমর্থনে শিবিরের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বরিশালে অবরোধের সমর্থনে শিবিরের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০ দলীয় জোটের চলমান অবরোধের সমর্থনে সড়কে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিবিরের নেতাকর্মীরা।

রোববার সকাল ৮টায় বরিশাল নগরীর কাশিপুর চৌমাথা একটেল টাওয়ারের সামনে শিবির কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে।



এ সময় তারা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।

এদিকে, বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার যান চলাচল অব্যাহত রয়েছে বলে বাংলানিউজকে জানান, নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন।
 
এছাড়া বরিশাল লঞ্চঘাট থেকে সব রুটে লঞ্চ চলাচল করছে। নগরীতে দোকানপাট খুলেছে ও স্কুল-কলেজসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে।

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।