ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সায়েদাবাদে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সায়েদাবাদে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সায়েদাবাদ রেললাইন সংলগ্ন রাস্তায় বাসের ধাক্কায় মুন্নি আক্তার (১৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।


 
মুন্নি আক্তার পিরোজপুর জেলার জিয়ানগর থানার বাটামোড় গ্রামের বেলায়েত ফকিরের মেয়ে। তিনি মিরপুর শেওড়াপাড়া এলাকায় স্বামী শরিফুল ইসলামের সঙ্গে বসবাস করতেন।  

শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার সকাল ৭টার দিকে শ্বশুড়বাড়ি পিরোজপুরে যাওয়ার উদ্দেশে মুন্নি আক্তারকে সঙ্গে নিয়ে সায়েদাবাদ রেললাইন সংলগ্ন রাস্তা পার হচ্ছিলাম। এসময়  একটি বাস মুন্নি আক্তারকে ধাক্কা দেয়। এতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধ‍ার করে ঢ‍াকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন।

ঢামেক মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।