ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ময়মনসিংহে ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ড. তুহিন মালিক

ময়মনসিংহ: ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা একটি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ময়মনসিংহের আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ময়মনসিংহের ১নং আমলি আদালতের বিচারক আহসান হাবিব।



তুহিন মালিক টকশো’তে বিশ্ব ইজতেমা সম্পর্কে কটূক্তি করায় মামলাটি দায়ের করেন ধর্মমন্ত্রীর ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমতাজ উদ্দিন মন্তা। বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি ‍আমলে নেন আদালত।

মামলায় বাদী মোমতাজ উদ্দিন মন্তা অভিযোগ করেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো’তে তুহিন মালিক বলেন, ‘টঙ্গীর তুরাগ পাড়ের জমায়েত মানে তুরাগ পাড়ের পিকনিক’। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের মনে আঘাত করেছেন। এ কারণে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আল হুসাইন তাজ জানান, দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ নম্বর ধারায় ধর্ম অবমাননার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। আদালত ড. তুহিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে গত শনিবার স্থানীয় একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে মোমতাজ উদ্দিন মন্তা বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে ড. তুহিন মালিক কটূক্তি করেছেন। এর মাধ্যমে তিনি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

এ ঘটনায় ড. তুহিন মালিককে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে তওবা করারও আহবান জানান মোমতাজ উদ্দিন মন্তা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।