ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

আল-হাসান ডায়মন্ড দিচ্ছে ভালোবাসার উপহার!

জান্নাতুল ফেরদৌসী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
আল-হাসান ডায়মন্ড দিচ্ছে ভালোবাসার উপহার! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসছে ভালোবাসা দিবস। দিনটিতে প্রিয়জনকে উপহার দিতে অনেকেই গিফট আইটেম খুঁজছেন।

কষ্ট করে না খুঁজে দিনটিকে আনন্দময় করতে প্রিয়জনকে দিন ডায়মন্ডের উপহার।

কারণ ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনের জন্য আল-হাসান ডায়মন্ড গ্যালারি সবচেয়ে বড় অফারটি দিচ্ছে। এতে রয়েছে বিভিন্ন প্যাকেজের বাহারি ডিজাইনের ডায়মন্ড পণ্য। অফারটি পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলার ফরেন জোনের ৯ নং প্যাভিলিয়নের ১ ও ২ নং স্টলে।

১৯৭৫ সাল থেকে সুদীর্ঘ ৪০ বছর ধরে সুনামের সঙ্গে ডায়মন্ড পণ্য বিক্রি করে আসছে আল-হাসান ডায়মন্ড গ্যালারি। এরই ধারাবাহিকতায় গত ২৯ শে জুন ৪০ বছর পদার্পণ উপলক্ষে বিভিন্ন অফারের আয়োজন করেছে, যা চলবে পুরো এক বছর।

কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ সেলস ম্যানেজার ও প্যাভেলিয়ন ইনচার্জ জসিম উদ্দিন খান বলেন, মেলা উপলক্ষে প্রথমবারের মতো প্যাকেজের মাধ্যমে সাজানো হয়েছে আমাদের অফারটি।   সুপার অফারে রয়েছে নোস (নাক) পিন, চেইনসহ লকেট, ইয়ার রিং এবং আংটির প্যাকেজ। যার মূল্য সর্বোচ্চ ৫৪ হাজার ৯৯৯ টাকা থেকে সর্বনিম্ন ৩৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

তিনি জানান, প্রিমিয়াম প্যাকেজে আছে ইয়ার রিং, চেইনসহ লকেট ও আংটি। যার মূল্য সর্বোচ্চ ৪৪ হাজার ৯৯৯ টাকা থেকে সর্বনিম্ন ২৬ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। প্লাটিনাম প্যাকেজটিতে পাওয়া যাবে লকেটসহ চেইন, ইয়ার রিং, আংটি। যার মূল্য সর্বোচ্চ ৩৭ হাজার ৯৯৯ টাকা থেকে সর্বনিম্ন ২১ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।
 
অন্যান্য প্যাকেজ সম্পর্কে তিনি জানান, গোল্ড অফারের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে সর্বনিম্ন ১৮ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। সিলভার অফার সর্বোচ্চ ২৬ হাজার ৯৯৯ টাকা থেকে ১১ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।

১১ পিস ডায়মন্ড খচিত আংটি ১৬ হাজার ৯৯৯ টাকা, ৭ পিস ডায়মন্ড খচিত আংটি ১৩ হাজার ৯৯৯ টাকা, ৬ পিস ডায়মন্ড খচিত আংটি ১৭ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যা পাওয়া যাবে জেনারেল প্যাকেজে।

তবে সব থেকে আকর্ষণীয় অফার হলো জেনারেল অফারের আংটি এবং নোস পিনের প্যাকেজটি। এতে ৩ পিস ডায়মন্ড খচিত আংটি পাওয়া যাবে মাত্র ১১ হাজার ৯৯৯ টাকায়, ১ পিস ডায়মন্ড খচিত আংটি ১০ হাজার ৯৯৯ টাকায় এবং ১ পিস ডায়মন্ড খচিত নোস পিন পাওয়া যাবে মাত্র ৩ হাজার ৩৩৩ টাকায়।

অফারের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, মানসম্মত পণ্য ও ডায়মন্ড পণ্যের নিশ্চয়তায় নগদ, কিস্তি, অনলাইন ও বিকাশে টাকা পরিশোধের সুযোগ রয়েছে এতে। ক্রেতারা নামমাত্র মূল্য পরিশোধে বুকিংও দিতে পারছেন।

এছাড়া ক্রেতাদের মধ্য থেকে ১০০ জন দম্পতিকে ভালোবাসা দিবস উপলক্ষে ওয়েস্টিন হোটেলে ডিনার পার্টিতে অংশগ্রহণের সুযোগ এবং ৬০ দম্পতি কক্সবাজারের সিগাল হোটেলে ২ রাত ৩ দিনের ফ্রি অবকাশ যাপনের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

** মেলায় ঐতিহ্যবাহী খাবারের বাহারি সমাহার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।