ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শনে প্রতিরক্ষা বিষয়ক কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শনে প্রতিরক্ষা বিষয়ক কমিটি

ঢাকা: সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেছেন দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধি দল।

বুধবার (১৪ জানুয়ারি) কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সেনানিবাস সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন।



এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাদের অভ্যর্থনা জানান।

এসময় প্রতিনিধিদলকে সশস্ত্র বাহিনী বিভাগের অবকাঠামো ও কর্মকাণ্ডের উপর এক সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়। এরপর প্রতিনিধি দল প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে মুহাম্মদ ফারুক খান, মজিবুর রহমান ফকির, মাহমুদ উস সামাদ চৌধুরী, হোসনে আরা বেগম ‍উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।