ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে কিশোর গুলিবিদ্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রূপগঞ্জে কিশোর গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে শাহজালাল মিয়া (১৬) নামে এক কিশোরকে গুলি করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহজালাল মিয়া ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে বিকেলে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার সন্ত্রাসী আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মহসিন, নাঈম, পিয়ারুলসহ কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিশোর শাহজালাল মিয়াকে ধাওয়া করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা শাহজালাল মিয়াকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার ডান পায়ের উড়ুতে গুলি লাগে। এসময় শাহজালাল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউ এস বাংলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখানে দায়িত্ব চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।