ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রাজশাহীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বরের সম্প্রসারিত কলাহাটা এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রাকের সঙ্গে রাজশাহীগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক সম্রাট (২৫) নিহত হন। আহত হন কাভার্ডভ্যান চালক ও দু’হেলপার।

নিহত সম্রাট রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার সাজেদুর রহমানের ছেলে।

পুঠিয়া থানার পুলিশ পরিদশর্ক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, নিহত সম্রাটের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।