ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা ও নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সহিংসতা ও নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: রাজনৈতিক সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জামায়াত-শিবির অধ্যুষিত জেলার পলাশবাড়ী ও সাদুল্যাপুর এলাকায় সহিংসতা এবং নাশকতা রোধে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

 

এসময় ডিআইজি হুমায়ুন কবির বলেন, দেশের যে কোনো এলাকার চেয়ে জেলার পলাশবাড়ী উপজেলায় বেশি নাশকতার ঘটনা ঘটছে। চলমান এসব নাশকতা মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণের বিকল্প নেই।

তিনি বলেন, ৭১’এ যেমন দল-মত নির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করেছিল বলেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, তেমনি বর্তমান প্রেক্ষাপটে দেশ-জনগণের শত্রুদের, দেশের উন্নয়ন বাধাদানকারী, চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যাকারীদের প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আপনাদের এলাকায় কে কে নাশকতার সঙ্গে জড়িত তা আপনারাই ভাল জানেন। তাই এদের প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন। পাড়া-মহল্লায় নাশকতা বিরোধী কমিটি-আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। অনেক বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।

পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিজিবির রিজিওনাল (রংপুর-দিনাজপুর) কমান্ডার মাহাফুজ, গাইবান্ধা জেলা প্রশাসক এহসানে এলাহী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামস-উল-আলম হীরু, জেলা পুলিশ সুপার মোফাজ্জেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ।

এর আগে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত ধাপেরহাট ইক্ষু খামার চত্বরে সন্ত্রাস বিরোধী পৃথক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।