ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারে যুবকের মুখে ককটেল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বঙ্গবাজারে যুবকের মুখে ককটেল ছবি: (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার সংলগ্ন এমএসকো টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে অভি নামের এক যুবক আহত হয়েছেন। ককটেলটি তার মুখে বিস্ফোরিত হয়।



এসময় তার সঙ্গে থাকা বন্ধু জীবনও ককটেলের স্প্লিন্টারে আহত হন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত জীবন বাংলানিউজকে জানান, তারা তিনি বন্ধু বঙ্গবাজারে কেনাকাটা করতে যান। রাস্তায় হাঁটা অবস্থায় অভির মুখে এসে একটি ককটেল বিস্ফোরিত হয়। অপরটি বিস্ফোরিত হয় তার পাশে। এতে তিনিও আহত হন।

আহত জীবনের পিঠে বেশ কয়েকটি স্প্লিন্টার ঢুকেছে।

এছাড়া মধ্যবাড্ডা পুরনো থানা রোড ও পান্থপথেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫/আপডেট: ২০১৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।