ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে পেট্রোল বোমা হামলার ঘটনায় ১৩৮ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রংপুরে পেট্রোল বোমা হামলার ঘটনায় ১৩৮ জনের নামে মামলা

রংপুর: মিঠাপুকুরের বাটাসন গ্রামে ঢাকাগামী নৈশকোচের ওপর পেট্রোল বোমা হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় ১৩৮ জনের নামে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে জননিরাপত্তা আইনে ১৩৮ জনের নামে মামল‍া দায়ের করেন।

এদের মধ্যে এজাহারভুক্ত ৭৮ ও অজ্ঞাত পরিচয় ব্যক্তি ৬০ জন।

আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গাড়িতে অগ্নিসংযোগ, ‍মানুষ হত্যা ও জনগণের ক্ষতি করায় এ মামলা দায়ের করা হয়। এজাহারভুক্ত আসামিদের মধ্যে আটজন বর্তমানে গ্রেফতার রয়েছেন।

আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।