ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ড. সেলিম আল-দীনের মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ফেনীতে ড. সেলিম আল-দীনের মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর আলোকিত সন্তান নাট্যাচার্য ড. সেলিম আল-দীনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করে স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময়।



বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য।

সভার শুরুতে ড. সেলিম আল দীন স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফেনী জেলা সভাপতি কবি মাহবুব আলমাস, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পি সমন্বয় পরিষদ ফেনী জেলা সদস্য সচিব কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শান্তি চৌধুরী, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু। অনুষ্ঠানে নাট্যাচার্য্যের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।