ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে ককটেল বিস্ফোরণে এএসআই সহ আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
খিলক্ষেতে ককটেল বিস্ফোরণে এএসআই সহ আহত ৪ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেত বাজার এলাকায় ককটেল বিস্ফোরণে পুলিশের এক সদস্য, আনসার বাহিনীর ২ সদস্যসহ মোট ৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় খিলক্ষেত বাজারের ৮তলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

 

এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন (৩২), আনসার সদস্য মোহাম্মদ মনসুর আলী (৪০) ও রিকশাচালক আব্দুল লতিফ (৪২) সহ ৪জন আহত হন।

আহত এএসআই কামাল জানান, রাত ১১টায় দিকে খিলক্ষেত বাজারের ৮তলার সামনে ডিউটিতে ছিলাম। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশকয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
 
খিলক্ষেত থানার উপপরিদর্শ (এসআই) ইসরাইল হোসেন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করেন বলেও পুলিশ সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।