ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার

ঢাকা: ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার ভূয়সী প্রশংসা করলেন নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার। ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের এই অর্জন ও সাফল্য সারা বিশ্বে অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।



ইংরেজি নতুন বছর-২০১৫ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) দেশটির রাজধানী আমস্টারডামের রাজপ্রাসাদে আয়োজিত সংবর্ধনায় নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের কাছে তিন এমন মন্তব্য করেন।

রাজা উইলেম আলেকজান্ডার আরও বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বাংলাদেশের প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের গৃহীত ব্যবস্থা বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয়।
 
এছাড়াও রাজা উইলেম আলেকজান্ডার বাংলাদেশে ডাচ সহযোগিতাপূর্ণ প্রকল্প ‘ডেলটা ২১০০’-এর খোঁজ-খবর নেন এবং এ বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
 
রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সে দেশের রাজাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির সংক্ষিপ্ত বর্ণনা সহ বাংলাদেশ সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প ‘ব্লু ইকোনমি’ ও ‘ডেল্টা ২১০০’-এর বর্তমান অবস্থা সম্পর্কে রাজাকে অবহিত করেন।
 
একই অনুষ্ঠানে নেদারল্যান্ডসের নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী বাট কোয়েনডারস বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। কোয়েনডারস আশা করেন বিশ্ব শান্তিতে বাংলাদেশের অবদান অনেকের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।