ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৭ মণ পলিথিনসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বরিশালে ৭ মণ পলিথিনসহ ব্যবসায়ী আটক

বরিশাল: বরিশাল নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে ৭ মণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আটক ব্যবসায়ী প্রান্ত শাহা (২১) নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউনিয়া এলাকার জসিম কুটিরের বাসিন্দা কার্তিক শাহার পুত্র।



বুধবার (১৪ জানুয়ারি) রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাননো হয়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাউনিয়ায় অভিযান পরিচালনা করেন ডিবির এসআই আহসান কবির ও তার সঙ্গীয় ফোর্স।

এ সময় অভিযানে জসিম কুটির থেকে সরকার নিষিদ্ধ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ৭ মন (২৮০ কেজি) পলিথিন উদ্ধার করা হয়।

পরিবেশ ও বন সংরক্ষণের ম্যাজিষ্ট্রেষ্ট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিশ হাজার টাকা জরিমানা ও ১ (এক) মাসের কারাদন্ড দেয় প্রান্ত সাহাকে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।