ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে নাশকতা এড়াতে গ্রেফতার অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
যশোরে নাশকতা এড়াতে গ্রেফতার অভিযান

যশোর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতা এড়াতে যশোরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গ্রেফতার অভিযান।



এর মধ্যে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি-হৈবতপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে সহকারি পুলিশ সুপার মিলু মিয়ার নেতৃত্বে অর্ধশত পুলিশ সদস্য অভিযানে অংশ নিয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলছে।

অভিযানের ফলাফল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন কিছু বলা সম্ভব নয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সবকিছুই সাংবাদিকদের জানানো হবে।

এদিকে, যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের একাধিক ব্যাক্তি বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াত গন্ধ পেলে পুলিশ বাড়ি-ঘরে তান্ডব চালাচ্ছেন। এতে ওই গ্রামে বিএনপি-জামায়াত সমর্থকরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
 
যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জনগণের যান মালের নিরাপত্তা দিতে যা যা করার দরকার পুলিশ তাই করবে। এছাড়াও হরতাল-অবরোধে নাশকতা এড়াতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

গ্রেফতার অভিযান প্রসঙ্গে তিনি জানান, অপরাধী গ্রেফতার পুলিশের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। তবে পুলিশ হয়রানি করছে এমন অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘন্টা, ১৫ জানুয়ারী ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।