ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে পুলিশ কনস্টেবলকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
শেরপুরে পুলিশ কনস্টেবলকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাই

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে সশস্ত্র ডাকাতদল একজন পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে মারপিট করে বেঁধে রেখে ২টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। এ সময় ডাকাতদল তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন সেটও কেড়ে নেয়।



বুধবার (১৪জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার পর্যন্ত শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়ার কাসিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পুলিশের কনস্টেবল বেলঘরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা বাবু ও একই গ্রামের আব্দুল গাফফার বাংলানিউজকে জানান, তারা শেরপুর শহরে প্রয়োজনীয় কাজকর্ম শেষে বাজাজ সিটি-১০০ মডেলের একটি মোটরসাইকেল যোগে শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়ক হয়ে বেলঘরিয়াস্থ বাড়ির উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে সড়কের পাশে ওঁতপেতে থাকা ৬জনের সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারপিট করে হাত-পা বেঁধে মোটরসাইকেলসহ ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

খবর পেয়ে একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুল কুদ্দুসসহ ২জন স্বজন একটি ডায়াং-৮০ মডেলের আরেকটি মোটরসাইকেল নিয়ে তাদের উদ্ধারে এগিয়ে যান।

কিন্তু তারাও সশস্ত্র ওই ডাকাতদলের কবলে পড়েন। একইভাবে মারপিট করে হাত-পা বেঁধে তাদের মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয় ডাকাতরা।

এরপর ডাকাতদল একই সড়ক ধরে শেরপুর শহরের দিকে চলে যায় বলেও জানান ভুক্তভোগীরা। ।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান রাত ১২টা ৬মিনিটে বাংলানিউজকে জানান, খবরটি শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।