ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়ে গেছে ৭টি দোকান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়ে গেছে ৭টি দোকান

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা বাজারে আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রথম প্রহরে সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।



প্রতক্ষদর্শী গোলাম মাওলা রনি ও মো. রিপন খান জানান, রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করে কালমেঘা বাজারে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাজারের ব্যবসায়ী আসাদুল হকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৭টি দোকানে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও ব্যবসায়ীরা দাবি করেন।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।