ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ডিজিটাল মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
মাগুরায় ডিজিটাল মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: শুক্রবার (১৬ জানুয়ারি)মাগুরায় শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।



অতিরিক্ত জেলা প্রশাসন শাহাদত হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

অনুষ্ঠানে মেলার আয়োজন সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিম।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক শরীফ আমিরুল হাসান বুলু, সাইদুর রহমান, রূপক আইচ ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়- শুক্রবার থেকে শুরু হবে ৩ দিনব্যাপী এ মেলা। মেলায় বিভিন্ন ধরনের উদ্ভাবনী বিষয় নিয়ে ৩০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা চলাকালে তিন দিনে ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ইনোভেশন বিষয়ক ৩টি সেমিনার অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।

মেলার সমাপনীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বিরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।