ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে খেলার মাঠে ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রাজশাহীতে খেলার মাঠে ককটেল

রাজশাহী: রাজশাহীর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময়ে মাঠের মধ্যে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এতে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম মাঠে উপস্থিত ছিলেন।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মের্ত্তুজা বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে মাঠে সংসদ সদস্য গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। বিরতীর পরে খেলা শুরুর পরপর মাঠের মধ্যে লাল টেপে মোড়ানো ককটেল এসে পড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি।

ওসি আরও জানান, ওই সময় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন চারিদিকে ছুটোছুটি করতে থাকে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর খেলা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত খেলা ঠিক-ঠাকভাবে শেষে হয়।

ঘটনার সময় মাঠের পাশে মঞ্চে অতিথির চেয়ারে বসে ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ও পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ওসি। মূলত আতঙ্ক সৃষ্টি করতেই কারা এমন ঘটনা ঘটিয়েছে তা বর্তমানে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।