ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রেলপথে নাশকতা রোধে গাইবান্ধার ৭৫টি পয়েন্টে আনসার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রেলপথে নাশকতা রোধে গাইবান্ধার ৭৫টি পয়েন্টে আনসার

গাইবান্ধা: রেলপথে নাশকতা এড়াতে লালমনিরহাট-গাইবান্ধা-সান্তাহার রুটের কাউনিয়া থেকে গাইবান্ধা এবং গাইবান্ধা থেকে বোনারপাড়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ ৭৫টি পয়েন্টে কাজ করছে ৬শ আনসার সদস্য।

টানা অবরোধে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে ও নাশকতা প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে পশ্চিম অঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, প্রতি ৩ কিলোমিটার পর পর ৮ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ট্রেন যাতায়াতের সময় দু’স্টেশনের মাঝপথে বিভিন্ন স্থানে বাঁশি বাজিয়ে সতর্কতার সংকেত দিচ্ছেন তারা।

এছাড়া বিগত সময়ের নাশকতার কথা মাথায় রেখে সাঘাটার বোনারপাড়ায় আনসারের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে রেল পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।
 
বোনারপাড়া-মহিমাগঞ্জের রেল স্টেশনের মাঝামাঝিতে কচুয়ার বুরুঙ্গিতে ২০১৩ সালের ৩ ডিসেম্বর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকার ফিসপ্লেট খুলে রাখে দুর্বৃত্তরা।

ওই দিনগত রাতে দেড়টার দিকে যাত্রীবাহী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। ফলে ৫ জন যাত্রী নিহত এবং ৫০ যাত্রী আহত হন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।