ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রেলওয়ে পশ্চিমাঞ্চলে ঝুঁকিপূর্ণ ১শ’ ৬৯ পয়েন্টে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রেলওয়ে পশ্চিমাঞ্চলে ঝুঁকিপূর্ণ ১শ’ ৬৯ পয়েন্টে নিরাপত্তা জোরদার

রাজশাহী: ২০ দলীয় জোটের টানা অবরোধে রেলপথে নাশকতা প্রতিরোধ, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও যাত্রীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঝুঁকিপূর্ণ একশ’ ৬৯টি পয়েন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিভাগের ঝুঁকিপূর্ণ এসব পয়েন্টে এক হাজার তিনশ’ ৫২ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।



বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ছাড়া বাঁকি সাতটি জেলার একশ’ ৬৯টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে মোট এক হাজার তিনশ’ ৫২ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ১২ জানুয়ারি সন্ধ্যা থেকে দায়িত্ব পালন করছেন এসব আনসার সদস্য।


জনসংযোগ বিভাগ সুত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে দেশের ৩৬টি জেলার এক হাজার ৪১টি পয়েন্টে এরইমধ্যে আট হাজার তিনশ’ ২৮ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক ঝুঁকিপূর্ণ পয়েন্টে পিসি এবং এপিসির নেতৃত্বে আট জন করে দিনরাত দায়িত্ব পালন করছে।

এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলার ১৯টি পয়েন্টে একশ’ ৫২ জন, নাটোরের ৩৫টি পয়েন্টে দুইশ’ ৮০, জয়পুরহাটের ২১টি পয়েন্টে একশ’ ৬৮, নওগাঁর ১০টি পয়েন্টে ৮০, বগুড়ার ৩৮টি পয়েন্টে তিনশ’ চার, পাবনার ২৫টি পয়েন্টে দুইশ’ ও সিরাজগঞ্জের ২১টি পয়েন্টে একশ’ ৬৮ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।