ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ঢাবিতে দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ

ঢাবি থেকে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’টি আবাসিক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (জানুয়ারি ১৫) দিবাগত মধ্যরাত দুইটার দিকে জিয়াউর রহমান হল ও কবি জসীমউদ্দিন হলের ছাত্রদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।



তাৎক্ষণিকভাবে ঘটনার সূত্রপাত সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা চালাচ্ছেন।

ওমর শরীফ বলেন, দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা উপস্থিত থেকে সংঘর্ষ থামানোর চেষ্টা করছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

বাংলাদেশ সময়:০২২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।