ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় আগুনে ১৫ দোকান ও বাড়ি ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
মঠবাড়িয়ায় আগুনে ১৫ দোকান ও বাড়ি ভস্মীভূত

পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টির বেশি দোকান ও বাড়ি। এতে কয়েক কোটি টাকার সম্পদ  ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে।



স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মঠবাড়িয়া শহরের লেপপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। মঠবাড়িয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং বরগুনার পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  কী ভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। আগুনে কমপক্ষে ১৫টি দোকান ও বাড়ি পুড়ে গেছে।   ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময় : ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।