ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
খুলনায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নগরীর খাদিজাতুল কোবরা হাফিজী মাদরাসার ছাত্র।



শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নগরীর খালিশপুরের গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন পরিবহনের একটি গাড়ি আব্দুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।