ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশি ‍পাহারায় লক্ষ্মীপুরে ট্রাকে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
পুলিশি ‍পাহারায় লক্ষ্মীপুরে ট্রাকে ককটেল নিক্ষেপ

লক্ষ্মীপুর: সামনে-পিছনে পুলিশের পাহারার মধ্যে লক্ষ্মীপুরে পণ্যবাহী ট্রাকে ককটেল বোমা হামলা করছে দুর্বৃত্তরা। এতে চালক ও হেলপারসহ চার জন আহত হয়েছেন।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক দিদার হোসেন ও হেলপার বাহারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই জনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সামনে-পিছনে পুলিশ পাহারায় পণ্যবাহী ট্রাকসহ ২৫ থেকে ৩০টি যানবাহন ঢাকায় যাচ্ছিল। পথে জকসিন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।