ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন রোববার

সিলেট: সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ১৮ জানুয়ারি (রোববার) মানববন্ধন করবে উপজেলাবাসী। ওইদিন বেলা ১১ টায় ওই সড়কের ১৩টি স্থানে মানববন্ধন করবেন তারা।


 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে ভোলাগঞ্জ দয়ারবাজার সড়ক সংস্কার কমিটির বৈঠকে ‍দুই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, অধ্যাপক মুর্শেদ আলম, সদস্য সচিব শাব্বির আহমদ, যুগ্ম সচিব অধ্যক্ষ শাকির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।