ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় পিঠা উৎসব শুরু ১৯ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
জাতীয় পিঠা উৎসব শুরু ১৯ জানুয়ারি ছবি: জাহিদ সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউস প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব।

আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে এ উৎসব শুরু হবে।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট হলরুমে এক সংবাদ সম্মেলনে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ এ তথ্য জানান।

এ সময় বক্তরা বলেন, বাহারি পিঠা তৈরি দেশীয় সংস্কৃতির এক অনন্য শিল্প হিসেবে সমাদৃত। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বাংলাদেশের মানুষের হৃদয়ে পিঠা তৈরিকে দিয়েছে অনন্য শিল্পরূপ।

পিঠা তৈরি এক সময় পরিবার ও অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে বক্তরা বলেন, জাতীয় পিঠা উৎসব আয়োজনের মূল লক্ষ্যই হলো নাগরিক জীবনে তথা দেশ-বিদেশে বাংলাদেশের হরেক রকমের পিঠা পরিচিত করে তোলা।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ অষ্টমবারের মতো এ পিঠা উৎসব আয়োজন করার প্রস্তুতি নিয়েছে। উৎসবে চল্লিশটি স্টলে পিঠাশিল্পীরা ১৫২ রকম পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রি করবেন।

উৎসবে পাঁচ অংশগ্রহণকারীকে সেরা পিঠাশিল্পী সম্মাননা স্মারক দেওয়া হবে।

পিঠা উৎসবের উদ্বোধন করবেন শিল্পী মুস্তফা মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্য নির্দেশক ও অভিনেতা আতাউর রহমান, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর প্রমুখ।

১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ পিঠা উৎসব চলবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।