ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে কুয়েত প্রবাসীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সোনাইমুড়ীতে কুয়েত প্রবাসীর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিকনগর গ্রামে ছালেহ্ আহম্মদ (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ইউনিয়নের মানিকনগর গ্রামের একটি সুপারি বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।



ছালেহ আহম্মদ উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিকনগর গ্রামের আসলাম মৌলভী বাড়ির আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, এক সপ্তাহ আগে কুয়েত প্রবাসী ছালেহ আহম্মদ দেশে আসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ইউনিয়নের মানিকনগর দাখিল মহিলা মাদরাসার সামনের একটি দোকানে যান।

দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের পর রাত সাড়ে ৭টার দিকে ওই দোকানে বাজারের ব্যাগটি রেখে টয়লেটের উদ্দেশে দোকানের পাশে যান। কিন্তু এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরে রাতে তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন।

শুক্রবার সকালে স্থানীয়রা ওই মাদরাসার পার্শ্ববর্তী রুহুল আমিনের সুপারি বাগানের মধ্যে প্রবাসী ছালেহ্ আহম্মদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার মাথা আঘাত করে হত্যার পর বাগানের মধ্যে ফেলে যায়। এ বিষয়ে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।