ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ইজতেমায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবি: প্রতীকী

বিশ্ব ইজতেমার ময়দান থেকে: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে টঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ২টি খাবারের দোকানে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে একটি খাবারের হোটেল ও একটি মিষ্টির দোকান মালিককে জরিমানা করা হয়।

বিশ্ব ইজতেমায় জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৩৮ ধারা মোতাবেক অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দায়ে মায়া হোটেলে ৫ হাজার টাকা ও দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করার দায়ে গিয়াস রেস্টুরেন্ট ও মিষ্টান্ন ভাণ্ডারে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. জহিরুল হায়াৎ। তার সহযোগী হিসেবে দায়িত্বে ছিলেন, নরসিংদীর মো. শাহে নেওয়াজ, গাজীপুর জেলা প্রশাসক অফিসের সহকারী রাকিবুল হাসান।   

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।