ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতি মাহাবুব মোর্শেদের জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বিচারপতি মাহাবুব মোর্শেদের জন্মবার্ষিকী উদযাপন ছবি : রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রথম মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদেরকে সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।


 
সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত সভায় সাবেক প্রধান বিচারপতি মাহাবুব মোর্শেদের জীবন সম্পর্কে আলোচনা করেন বক্তারা।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত লায়ন শামসুল হুদা।
 
লায়ন শামসুল হুদা ৫২ এর মহান ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিক ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধোর আত্মার শান্তি কামনা করেন।

এ সময় তিনি বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের স্মৃতিচারণ করে বলেন, বিচারপতি মাহাবুব মোর্শেদ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি, আরবী ও ফার্সি ভাষায় বেশ পণ্ডিত ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বিচারপতি মাহাবুব মোর্শেদের। বাংলা ভাষা ও স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। পাকিস্তানি রক্তচক্ষুর বিপরীতে কঠোর ছিলেন তিনি।
 
শামসুল হুদা বলেন, বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ তাঁর জীবনে বহু অসহায় মানুষকে আইনি সহায়তা দিয়েছেন।
 
অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ছেলে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ তার বাবার স্মৃতিচারণ করেন।
 
বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ, পুলিশের বিশেষ শাখার সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
 
সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল-উল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারনে উপস্থিত হতে পারেননি বলে আয়োজকরা জানান। এ কারনে অনুষ্ঠানের বিশেষ অতিথি ভাষা সৈনিক লায়ন শামসুল হুদাকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।