ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে নকল সার তৈরির কারখানার সন্ধান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
শেরপুরে নকল সার তৈরির কারখানার সন্ধান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে একটি নকল সার তৈরির কারখানার সন্ধান মিলেছে।  
 
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ব্র্যাক বটতলা সংলগ্ন মির্জাপুর নতুনপাড়া এলাকায়  এ কারখানার সন্ধান পায় পুলিশ।

 
 
এ সময় সেখান থেকে ২৫০ কার্টন (১২ কেজির প্যাকেট) ভেজাল রাসায়নিক সার জব্দ করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
 
বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী, ওসি (তদন্ত) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।  
 
অভিযানকালে কারখানার মালিক পক্ষের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, শাহিন আলম (১৬) ও শাকিল (১৫) নামে দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
 
এসপি মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চর নাটুয়ারপাড়া গ্রামের আব্দুল আলিম মির্জাপুর নতুনপাড়া এলাকায় একটি টিনের ছাউনি ও ঘেরা দিয়ে নকল সার তৈরির কারখানা গড়ে তোলে। এখানে বিভিন্ন কোম্পানির লেবেল লাগিয়ে নকল সার প্যাকেটজাত করা হয়।  
 
এর মধ্যে- স্টার ম্যাগ ম্যাগনেসিয়াম সালফেটের প্রস্তুতকারক চায়নার সিনো অ্যাগ্রো কেমিক্যাল, মাহিন সুফলা অ্যালুমিনিয়াম সালফেট, হিস্টামিন সলুবোর বোরন ও পাওয়ার চিলেটেড জিংকের প্রস্তুতকারক ঢাকার মারুফ কেমিক্যালের প্যাকেট রয়েছে।  
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বাংলানিউজকে জানান, এ ঘটনায় নকল সার তৈরির কারখানার মূল হোতা আব্দুল আলিমকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।