ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সাভার (ঢাকা): সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের উদ্যোগে দুস্থ শীত‍ার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সাভার উপজেলার জামসিং শীতবস্ত্র বিতরণ করে ক্লাবটি।



এ সময় ক্লাবের পক্ষ থেকে প্রায় চার’শ পিস কম্বল দুস্থ ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি মো. সামীম হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মানিক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার, সাভার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান (অভি) প্রম‍ুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ক্লাবটির সভাপতি সামীম হোসেন বক্তব্য রখেন।

তিনি বলেন, আমরা দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আনন্দিত। দরিদ্র ও দুস্থ মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়েই আমরা ক্লাবটি গঠন করেছি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।