ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

তারেককে ফেরত চেয়ে লন্ডনে সরকারের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
তারেককে ফেরত চেয়ে লন্ডনে সরকারের চিঠি তারেক রহমান

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে তাকে ফেরত চেয়ে যুক্তরাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে।



পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলানিউজকে জানিয়েছেন, তারেক রহমানকে দেশে ফেরত চেয়ে একটি চিঠি যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরে পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত ওই চিঠি গত বুধবার ঢাকা থেকে পাঠানো হয় বলেও নিশ্চিত করেন তিনি।

এছাড়া ‍তারেক রহমানের অবস্থান জানতে লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও একটি চিঠি পাঠানো হয়েছে। দূতাবাস তারেক রহমানের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিয়ে তা অবহিত করবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলানিউজকে আরও জানিয়েছেন, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কাছেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ও তার অবস্থান সম্পর্কে জানার উদ্যোগগুলোর কথা মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি জানান, সম্প্রতি হাইকোর্টের একটি আদেশে পররাষ্ট্র সচিবের কাছে তারেক রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রণালয় এসব উদ্যোগ নিলো।

বাংলাদেশ সময় ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।