ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রংপুর: রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সুলতান আলী(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দু’জন আহত হন।



আহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা মেহেদী হাসান ও গোলাম মোস্তফা।

শুক্রবার(১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বদরগঞ্জ-মধ্যপাড়া সড়কের ওসমানপুর এলাকার মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সুলতান আলী উপজেলার পারবিষ্ণুপুর এলাকার পূর্বপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সুলতান আলী রাতে তার শ্বশুর বাড়ি থেকে বাইসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান ও গোলাম মোস্তফা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হেমন্ত রায় চৌধুরী বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।