ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ যুবক আটক

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মো. ফরিদ আলম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে ৮০৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
 
ফরিদ আলম নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার চোরার মাঠ এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আজম খান ও মতিউল ইসলামের নেতৃত্বে বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফরিদ আলমকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮০৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।