ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরো বৃষ্টির সম্ভাবনা

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরো বৃষ্টির সম্ভাবনা ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাঘের শীতের মধ্যে বৃষ্টির এক ঝাপটায় ভিজে গেলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। গর্জন হাঁকিয়ে শুক্রবার মধ্যরাতের রাজধানীর রাজপথে দেখা গেছে শিলা বৃষ্টি।

দক্ষিণের আর্দ্রতার প্রভাবে এ বৃষ্টি। শনিবারও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বাংলানিউজকে জানান, দক্ষিণের আর্দ্রতার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২০ মিলিমিটার।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, ঢাকায় আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি।

এদিকে, শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টি বেশি সময় স্থায়ী না হওয়ায় রাজধানীর কোথাও পানি জমতে দেখা যায়নি।  

রাজধানীর পল্টন, ধানমন্ডি, মগবাজার, ইস্কাটন, বসুন্ধরা, মিরপুরসহ বেশকিছু এলাক‍ায় শিলাবৃষ্টি হয়েছে বলে বাংলানিউজকে মোবাইল ফোনে জানিয়েছেন অনেকেই।

রাশেদুজ্জামান জানান, শনিবার ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ হতে পারে ৮৫ শতাংশ। আর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিদফতরের চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে কোনোটি তীব্র হবে।

আবহাওয়া অফিস আরও জান‍ায়, চলতি মাসে দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি আকারে কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২টি মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা অথবা মাঝারি আকারের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১/২ দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭ , ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।