ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা ছবি: বঙ্গভবন

ঢাকা: দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শনিবার(১৭ জানুয়ারি) শপথ নিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা(এস কে সিনহা)।

oath_chief_Justice_1শনিবার বেলা এগারোটা ৫ মিনিটে বঙ্গভবনে এস কে সিনহাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।



শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি )কাজী রকিব উদ্দীন আহমদ, তিন বাহিনীর প্রধানগণ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা।  

গত সোমবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হয়।

বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫/আপডেটেড-১২০১ ঘণ্টা

** দেশের ২১তম প্রধান বিচারপতির শপথ শনিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।