ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ানীবাজারে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বিয়ানীবাজারে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেট: সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ব্যবসায়ীর‍া।

শনিবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে পৌর এলাকার ইনার কলেজ রোডের ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, ওই মার্কেটে রাতে প্রীতম নামে একটি টেইলার্সের কর্মচারিরা থাকতেন। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তারা চিৎকার শুরু করেন। এসময় আগুনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ২টি টেইলারিং কারখানা ও ১টি মোটরসাইকেল পুড়ে যায়।

খবর পেয়ে বিয়ানীবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন বিয়ানীবাজার দমকল বাহিনীর স্টেশন অফিসার শাহিনূর রশিদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।