নওগাঁ: নওগাঁ শহরের সুলতানপুর মহল্লায় ট্রাক্টর চাপায় রাবেয়া বেওয়া (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্ক (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে বৃদ্ধা রাবেয়া বাড়ি থেকে বের হয়ে পাশে নদীর বাঁধে যাচ্ছিলেন।
পথে বাড়ির সামনেই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাবেয়ার মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫