ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় নৌকাডুবিতে মা-মেয়েসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মেঘনায় নৌকাডুবিতে মা-মেয়েসহ নিহত ৩

নরসিংদী: নরসিংদীর মেঘনা তীরবর্তী বিবিনশাহর ঘাটে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবিতে মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।



শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোর্শেদা বেগম (২৫), তার মেয়ে সুবর্ণ (০৮) ও সুফিয়া বেগম (৫৫)।

আহতদের মধ্যে এলাচি বেগম, স্বজল, ফেরদৌসী, সুমি, জোসনা, মাহমুদা মোরশেদা, মাহমুদা, মারিয়া ও সুফিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকার যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে নরসিংদী থেকে চরদিঘলদীগামী যাত্রীবাহী নৌকাটি রওয়ানা হয়। কিছুক্ষণ পরই বিবিনশাহর ঘাটের কাছে হঠাৎ নৌকাটি ডুবে যায়।

এ সময় আশপাশের মাঝি ও স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। পরে নদী থেকে মা ও মেয়েসহ ৩ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত কাঠ ও মালামাল বোঝাই করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।