কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে নারায়ণ দাস (৪০) নামে এক জেলে ও আনোয়ার হোসেন (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এসব ঘটনা ঘটে।
নারায়ণ দাস অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামের মোহনলাল দাসের ছেলে। আনোয়ার হোসেন কলমা ইউনিয়নের শরীফপুর গ্রামের সিরাজের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে নারায়ণ গ্রামের পাশে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফেরার সময় বজ্রপাতের শিকার হয়ে মারা যান তিনি।
আনোয়ার হোসেন শরীফপুরের নিজ জমিতে কাজ করছিলেন। দুপুর পৌনে ২টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫