মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে ভারতীয় মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার টেংরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবজাল মিয়া (৩০), সিরাজুল ইসলাম (২৬), আতিকুর রহমান (২৩) ও ফয়জুল ইসলাম (২৯)। তারা রাজনগর উপজেলার ফতেপুর ও বেতাউঞ্চা গ্রামের বাসিন্দা।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটক চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫