ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু মানুষের জন্য সংগ্রাম করেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বঙ্গবন্ধু মানুষের জন্য সংগ্রাম করেছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, তবুও তিনি কখনো বিশ্বাস ঘাতকতা করেননি।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে জেলা আ‘লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ জাতির পিতার আদর্শে গড়া একটি দল। এই দলের প্রতিটি সদস্য নিজের রক্তের আত্মীয়’র চেয়ে বেশি বিশ্বাসী।

জেলা আ’লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।