ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ আটক ২ ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামের হোসেন আলীর ছেলে আবদুল কারিম (৩২) এবং গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ মহল্লার আরশাদ আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৫)।



শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে করিমকে সিনেমা হল মোড় থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে উপজেলার সোনাদিঘি মোড় থেকে মাইনুলকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক  মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।