ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহবধূ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ফেনীতে গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহবধূ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে শারমিন নামে আট বছরের এক শিশু গৃহকর্মীর ওপর নির্মম নির্যাতনের অভিযোগে এক গৃহবধূকে ‍আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় প্রিয়া আক্তার (২৬) নামে ওই গৃহবধূকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।



আটক গৃহবধূ প্রিয়া আক্তার ফেনী শহরের পেট্রোবাংলা এলাকার মাহি হাউজের রানার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শিশু শারমিন কুমিল্লার টমচম ব্রিজ  এলাকার দরিদ্র রিপনের মেয়ে। প্রিয়া আক্তারের বাসায় গত দুই বছর ধরে কাজ করছে সে। মাঝে-মধ্যেই নানা অজুহাতে শারমিনের ওপর ফুটন্ত গরম পানি, কখনো গরম খুন্তির ছেঁকা দিয়ে নির্যাতন চালাতেন প্রিয়া ও তার স্বামী।

শিশু শারমিন জানায়, সামান্য ভুল-ভ্রান্তি কিংবা অমনোযোগী হলেই তার শরীরে গরম পানি ঢেলে ও খুন্তির ছেঁকা দিয়ে নির্যাতন করা হতো। আশ-পাশের লোকজন এসব জানলেও মাঝে-মধ্যে প্রতিবাদ করতো। অবশেষে প্রতিবেশীদের খবরে পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে।

পরে সে পুলিশকে সব কিছু জানালে তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)  মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শিশুটি টিউবওয়েলে পানি নিতে আসলে প্রতিবেশীরা তার অবস্থা দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে প্রিয়াকে আটক করে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।