বগুড়া: সারাদেশে আদিবাসী নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র পরিষদ।
রাজশাহীর তানোরে আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমভ্রম হত্যা, নওগাঁর ধামুইরহাটে আদিবাসী নারী বুলো পাহান ধর্ষণ ও হত্যা, দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী ঢুঢু সরেন হত্যা ও রাজবাড়ীর পাংশাঙ আদিবাসী মা মেয়েকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এ মানববন্ধন করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের সাতমাথায় কর্মসূচি শুরু হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিপন রবিদাসের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে ঐক্যন্যাপের কেন্দ্রীয় সদস্য মাহফুজুল হক দুলু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বগুড়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দিপন, আদিবাসী নেতা বিমল রবিদাস, রবিদাস উন্নয়ন পরিষদের জেলা সভাপতি তিলক রবিদাস, আদিবাসী যুব পরিষদ সভাপতি স্বপন কর্নিদাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা আদিবাসীদের সুসংগঠিত হয়ে দৃঢ় হাতে প্রতিরোধ করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আদিবাসী ছাত্র পরিষদের ১২ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫