ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মঙ্গলবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ

ঢাকা: হালকা বৃষ্টির পর ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে তিন ডিগ্রি।

এভাবে আগামী তিনদিন তাপমাত্রা কমে ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে ঢাকাসহ সারাদেশে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি নামবে। রোববারও (১৮ জানুয়ারি) হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে দেশে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বাংলানিউজকে জানান, প্রতিবছর শীতকালে হালকা বৃষ্টিপাত হয়। এটা স্বাভাবিক ঘটনা।

এখন থেকে আগামী কয়েক রাত তাপমাত্রা নিচের দিকে নামতে থাকবে। এরপর ২০ জানুয়ারি থেকে একটি মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় সিলেট ও শ্রীমঙ্গল অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে নিচে নামতে পারে বলে জানান আবহাওয়াবিদ মল্লিক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলসহ কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।