গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে টিউবওয়েল স্থাপনের গর্তে পড়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর শ্রমিক সাইদুর রহমানের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত নয়টা ৫০ মিনিটে টিউবওয়ের গর্তের পাশে ১৭ ফুট আরেকটি গর্ত করে সাইদুরের মৃতদেহ উদ্ধার করেন শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে বিকেল ৫টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের জনৈক আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য গর্ত করার সময় সাইদুর রহমান ওই গর্তে পড়ে যান।
এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শ্রীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা পাঁচ ঘণ্টার চেষ্টার পর শ্রমিক সাইদুরের মরদেহ উদ্ধার করেন।
তবে কতক্ষণ আগে সাইদুর মারা গেছেন তা তারা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
এর আগে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক তাসারফ হোসেন বাংলানিউজকে জানিয়েছিলেন, টিউবওয়েলের গর্তের পাশাপাশি সমমাপের গর্ত করে শ্রমিক সাইদুর রহমানকে উদ্ধার করতে হবে। তবে তিনি সম্ভবত জীবিত নেই।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের জনৈক আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য গর্ত করার কাজ চলছিল। এ সময় হঠাৎ করে টিউবওয়েল স্থাপনের জন্য করা গর্তের ভেতর শ্রমিক সাইদুর রহমান পড়ে যান।
পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গর্তে পড়ে যাওয়া সাইদুরকে উদ্ধারে তৎপরতা শুরু করে।
ওই সময় উদ্ধার অভিযানের টিম লিডার শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক তাসারফ হোসেন বাংলানিউজকে জানান, ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। তবে মনে হয়, লোকটি বেঁচে নেই।
** শ্রীপুরে গর্তেপড়া শ্রমিক উদ্ধারে বিলম্বের অভিযোগ
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫